মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। শনিবার দুপুরের দিকে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস,কেদারগন্জ বাজার , গৌরিনগর , পুরন্তপুর, খানপুর,কালিতলা, দারিয়াপুর,মোনাখালি।

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ও বামনপাড়া গনসংযোগ করেন।গণসংযোগ কালে প্রফেসর আব্দুল মান্নান বর্তমান সরকারের উন্নয়নমূল কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। এর আগে পবিত্র হজব্রত পালন শেষে নিজ এলাকায় ফেরা মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাসের সাথে তার বাসভবনে মতবিনিময় করেন। এর আগে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরে নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খালেদুজ্জামান খান ডালিম , মির্জা গালিব উজ্জ্বল, রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল মোঃ সেলিম রেজা, সাজেদুর রহমান সাজু, নয়ন আহামেদ, সাইদুর ইসলাম , ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু, আব্বাস উদ্দিন,জিয়া, সুমন আহমেদ, গোলাম নবী, শফিকুর ইসলাম লিল্টু, হুমায়ূন কবির বাবু, মতিউর, আহসান হাবিব লাল মিয়া, হুমায়ূন কবির, মিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *