মেহেরপুরে ভেজাল বীজে বাঁধাকপি চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি (২৮/০৯/২৩)ঃ মেহেরপুরে ভেজাল বীজ ব্যবহার করে লোকসানে পড়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত চাষিরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দর গ্রামের মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় কৃষক সমাজ। রাজা সান নামের গ্রীষ্মকালীন সবজি হিসাবে বাঁধাকপি চাষ করেছিলেন এলাকার কৃষকরা। কিন্তু চাষের সময় অতিবাহিত হলেও তৈরি হচ্ছে না বাঁধাকপি। নষ্ট হয়ে যাওয়ার ফলে অনেকেই চাষ দিয়ে তুলে ফেলতে হচ্ছে জমির ফসলগুলো। কোম্পানির ভেজাল বীজ বিক্রি করার ফলে এমনটি ঘটেছে বলে দাবি কৃষকদের। জে বি টি নামে বীজ কোম্পানিটির লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণ দাবি করেন চাষিরা।