মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তরুণ ফেলোদের আয়োজনে উইমেন এন্ড ইউথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার দুপুরে হোটেল লা ভোগে ইউএসএইড এর অর্থায়নে, এসপিএল প্রকল্পের আওতায় ২২তম ক্লাসের ফেলো ছাত্রদল মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম আলীর উদ্যোগে ইস্যু ভিত্তিক উইমেন এন্ড ইয়ূথ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের নারী ও তরুনদের সামাজিক, পারিবারিক অর্থনৈতিক, কর্মসংস্থান। নিরাপত্তার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং তা সমাধানে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে তা জনার জন্য এ উদ্যোগ, উক্ত কর্মশালায় মেহেরপুরের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের তরুণ ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ উমর খৈয়াম উষা, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, মেহেরপুর জেলা যুবদলের
সহ-সভাপতি সাইদুর রহমান সুজন, মহিলা দলের যুগ্ম সম্পাদক মৌসুমী আক্তার প্রমুখ।