মুজিবনগর দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত

মুজিবনগর দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মুক্ত মঞ্চের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড দল এবং সরকারি শিশু পরিবারের ছেলেরা প্যারেডে অংশগ্রহণ করেন।অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্যারাডের সালাম গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *