ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বালিয়ারঘাট ফুটবল একাদশ জয়ী

ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বালিয়ারঘাট ফুটবল একাদশ জয়ী

হেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বালিয়ারঘাট ফুটবল একাদশ জয়লাভ করেছে। শনিবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিয়ারঘাট ফুটবল একাদশ ১-০ গোলে কোলা ইলেভেন স্টারকে পরাজিত করে।

খেলার দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে বালিয়ার ঘাট ফুটবল একাদশ জয় নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিট সময় বালিয়ারঘাট একাদশের শোভনের কর্নার কিক কোলার ডিফেন্ডার রাজ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন। আর ঐ এক গোলে প্রতিপক্ষ বালিয়ারঘাট জয় নিশ্চিত হয়। এর আগে পুরো সময় জুড়ে কোলা একাদশের গাফফার কমপক্ষে পাঁচটি সহজ গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গাফফারের ব্যর্থতাই কোলা পরাজিত হয়।

খেলায় বালিয়াঘাটের গোলরক্ষক মাহফুজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, বজলুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু এবং জাহাঙ্গীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *