গাংনীতে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

গাংনীতে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে হিরক মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকের মামলায় সাজাপ্রাপ্ত এই হিরক পলাতক ছিল বলে জানায় র‌্যাব। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল গাংনী কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়। আটক হিরক মিয়া গাংনী পশুহাসপাতাল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হিরককে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার দণ্ড দেন আদালত। তবে আত্মগোপনে ছিল দণ্ডিত আসামি হিরক। আদালতের গ্রেফতারি পরোয়ানা আদেশ পাওয়ার পর হিকরকে আটকে মাঠে নামে র‌্যাব। সফল এই অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। আটক হিরককে সদর থানার মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *