গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত 

গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত 

গাংনী অফিস ঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল।

রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইয়ামিন মাসুম ও মিঠুন বৈরাগী। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনারের জোনাল-কো-অডিনেটর ইসমাইল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবি এবং তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *