গাংনীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

গাংনীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

গাংনীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

  • গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশোক চন্দ্র বিশ্বাস। এছাড়াও বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকার পূজা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বলা হয় আগামী ১৪ অক্টোবর মহালয়ার মাধ্যমে আরম্ভ হয়ে ২৪শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যদিয়ে পূজা সমাপ্ত হবে এই পূজা চলাকালীন সকল ধর্মের মানুষদের সহযোগিতা প্রত্যাশা করেন। এবছর গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে মোট ২২ টি পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *