আমঝুপির ইসলামনগরে দুই সন্তানের জননীর অজানার উদ্দেশ্যে পাড়ি

বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে ময়না খাতুন(২৫) নামের এক গৃহবধূ অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ময়না খাতুনের মিম (৯) ও মাহি (৬) নামের দুটি কন্যা সন্তান আছে। সে ইসলামনগর শিশিরপাড়ার আব্দুল মান্নানের ছেলে মনজুর আলম বাবুর স্ত্রী এবং একই গ্রামের পশ্চিম পাড়ার সৌদিআরব প্রবাসী আব্দুল মতিনের মেয়ে।
মুনজুর আলম বাবু বছর দুয়েক প্রবাস যাপনের পর দেশে ফিরে বর্তমানে কৃষি কাজ করে। জানা যায়, গত বুধবার সকাল ৯ টার দিকে ময়না খাতুন সংসারের কাজকর্ম সেরে দুই মেয়েকে স্কুলে পাঠায়। পরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে বাবার বাড়ীর উদ্দেশ্যে বের হয়। মাঠ থেকে ফিরে বাবু জানতে পারে তার স্ত্রী বাবার বাড়ী গিয়েছে। পরে দুপুর ২ টার দিকে সে শ্বশুর বাড়িতে ফোন দিয়ে ময়না খাতুনের খোঁজ করেন। বাবুর শ্বাশুড়ি জানায় ময়না খাতুন সেখানে যায়নি। তখন থেকে শুরু হয় খোঁজাখুঁজি। অদ্যবধি তার সন্ধান পাওয়া যায় নি।
বাবুর মা বলেন, আমি তখন বাড়ী ছিলাম না। পাশের বাড়ীর লোকদেরকে মায়ের বাড়ী যাওয়ার কথা বলে বেরিয়েছে। তারপর আর ফেরেনি। স্বামী স্ত্রীর মধ্যে কোন অমিল ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, না! দুজুনার মধ্যে ভালোই মিল ছিল। কি কারণে ছেলের বৌ নিরুদ্দেশ হয়েছেন প্রশ্নের উত্তরে বলেন, আমরা তো কোন কিছুই অনুমান করতে পারছি না।
ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটা জিডি করা হয়েছে। তবে কি কারণে মেয়েটি বাড়ী ছেড়েছে সেটা কেউই বলতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, হয়তো পরকীয়ার কারণে স্বামীর ঘর ছেড়েছে। তথ্য সংগ্রহের জন্য মেয়ের বাড়ীতে গেলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর মেয়ের মা কথা বলতে রাজি হয় নি। বাড়ীর গেট বন্ধ করে চলে যায়।